শামসুদ্দিন হাসপাতালে ২ ডাক্তারসহ ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

15
সিলেটে কনোনা আক্রান্ত চিকিৎসক সহ ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। মঙ্গলবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।

স্টাফ রিপোর্টার :
করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়া নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা: দিলীপ কুমার ভৌমিক ও ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: এম এ মান্নানসহ ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে রোগীদের এ ছাড়পত্র দেওয়া হয়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ২ চিকিৎসক ও ৪ জন নার্সসহ ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়। পরে আরেকজনকে ছাড়পত্র দেয়া হয়। করোনা পরীক্ষার ফলাফল দুইবার নেগেটিভ আসার পর গতকাল তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করছেন সংশ্লিষ্টরা। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি- মামুন হোসেন

গত ৪ মে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে ডা. ভৌমিকের। প্রথমে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে ১১ মে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৮ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন এ চিকিৎসক। তিনি বলেন, সুস্থ হওয়া রোগীদের আমরা বাসায় গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১২ জনকে ছাড়পত্র দেয়ার পর এ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ১৬ জন ভর্তি আছেন বলে জানান তিনি।