ফেঞ্চুগঞ্জে করোনায় প্রথম আক্রান্ত এক নার্স, বাসা লকডাউন

4

ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত কোভিড-১৯ এর প্রথম রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (১১ মে) এই খবর ছড়িয়ে পড়ার সাথে আতংক ছড়িয়েছে পুরো ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. কামরুজ্জামান জানিয়েছেন, ফেঞ্চুগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (সেবিকা)।
এ খবর নিশ্চিত হওয়ার পর করোনা ভাইরাস আক্রান্ত নার্সের বাসা লকডাউন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান।
ডা. কামরুজ্জামান উপজেলার জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, কেউ কোন ভাবে করোনা আক্রান্ত সন্দেহ হলে সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করতে হবে।