মৌলভীবাজারে ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

21

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলা শহরসহ তিনটি উপজেলায় ১৮ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। এতে চরম বিপাকে পড়েছেন জেলার আবাসিক ও অনাবাসিকের শতশত গ্রাহক।
বন্ধ থাকবে গ্যাস সরবরাহ শনিবার দুপুর ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গত ৩ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে মৌলভীবাজার জেলা শহর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের তিন উপজেলার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান বলেন, ‘জরুরি গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বেলা ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। কারিগরি কারণে গ্যাস সরবরাহের সময় সূচির হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে।’