বিয়ানীবাজারে ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত

37

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নানকার স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করে ছয় শহীদ কৃষককে শ্রদ্ধা জানান সকল শ্রেণী পেশার মানুষ। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
নানকার স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণের পূর্বে শহিদ ছয় কৃষককে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার পক্ষে মেয়র আব্দুস শুক্কুর, কাউন্সিলর আকছার আহমদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা শাখার সদস্য সাংবাদিক হাসান শাহরিয়ার, উপজেলা শাখার সদস্য কাউন্সিলর আকছার আহমদ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে সভাপতি আব্দুল ওয়াদুদের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ। এরপর একে এক উলুউরি নানকার সমাজ কল্যাণ সংঘ, সানেশ্বর গ্রামবাসীসহ বিভিন্ন সংগঠনের ও সকল শ্রেণী পেশার মানুষ পুষ্প শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
স্থানীয় সানেশ্বর বাজারে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড আয়োজিত আলোচনা সভায় কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদ হোসেন জাবেদ’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, বিশেষ অতিথি ছিলেন কমিউনিষ্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুখলেছ উদ্দিন, তিলপারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, তিলপারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সদস্য সাংবাদিক হাসান শাহরিয়ার ও পৌর কাউন্সিলর আকছার আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরদা প্রসাদ দাস, অরুণ চন্দ দাস, কর্ণমনী দাস, কৃতকী রঞ্জন দাস, রনঞ্জিত দাস, রমিজ উদ্দিন, বিপ্লব চন্দ্র দাস, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সহ-সভাপতি শাহীন আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।