আইসিসি ইভেন্টের চেয়ে আইপিএলে মজা বেশি : কোহলি

5

স্পোর্টস ডেস্ক :
মাঠে থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় ম্যাচের সাক্ষী তিনি। তার মধ্যে সবচেয়ে প্রিয় কোন দুটি ম্যাচ? বাছাই করা নিঃসন্দেহে কঠিন। কিন্তু সেই কঠিন কাজটাই করলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক বেছে নিলেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিকে।
১৯৮৩ সালের পর ২০১১। ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। কোহলিও ব্যতিক্রম নন। চার নম্বরে ব্যাট করতে নেমে সেদিন ৩৫ রানের ইনিংস খেলেছিলেন। স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড’ শো–তে কোহলি বলেছেন, ‘২০১১–র বিশ্বকাপ ফাইনাল আমাদের সবারই খুব প্রিয়। ওয়াংখেড়ের ওই ফাইনাল বাদ দিলে আর যে ম্যাচটা ফেবারিট সেটা হল ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। ম্যাচের পরিবেশ ও গুরুত্বের নিরিখে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই খেলাটা মনে থেকে যাবে।’
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে সেদিন ৮২ রানে অপরাজিত ছিলেন কোহলি। তাঁর ওই অপরাজিত ইনিংসের জোরেই ভারত ম্যাচ জিতেছিল ৬ উইকেটে।
করোনাভাইরাসের জেরে সারা বিশ্বে খেলাধুলা স্তব্ধ। প্রত্যেকেই বাড়িতে থেকে নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন। কোহলিও তার ব্যতিক্রম নন। বলেছেন, ‘আমার ঘরেই জিমের সমস্ত সরঞ্জাম রয়েছে। তাই এটা আমার কাছে বড় সমস্যা নয়। তবে খেলাধুলোর প্রেক্ষিতে বলতে পারি, আমি সবসময় মানসিক স্থিতি আরও ভাল করার চেষ্টা করি। শুধুমাত্র একটানা অনেকক্ষণ শারীরিক অনুশীলনের ওপরে জোর দিই না। আমি জানি যে মানসিকভাবে ঠিক থাকলে, সুখী ও পজিটিভ থাকলে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে রাখলে যখনই খেলা শুরু হোক না কেন, আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব।’
আইপিএল তাঁর হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। কোহলি জানিয়েছেন, আইসিসি আয়োজিত টুর্নামেন্টের থেকেও আইপিএলে মজা অনেক বেশি। বলেছেন, ‘প্রায়ই আমাদের আইসিসি টুর্নামেন্ট খেলতে হয়। কিন্তু সেখানেও যে সবসময় সহ–খেলোয়াড়দের সঙ্গে কথা হয় তা নয়। তাই আইপিএল আমার কাছে অন্য একটা মজা নিয়ে আসে। এখানে একটা আলাদা বন্ধুত্ব দেখতে পাওয়া যায় ক্রিকেটারদের মধ্যে। বেশিরভাগ ক্রিকেটারদেরই আগে থেকে চিনি। এই কারণেই দর্শকরাও আইপিএলের সঙ্গে বেশি একাত্ম করতে পারে।’