করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে আরো ২ জনের মৃত্যু

28

স্টাফ রিপোর্টার :
করোনায় নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শ্বাসকষ্ট নিয়ে ও অপরজন জ্বর-সর্দির মতো করোনার উপসর্গ নিয়ে মারা যান।
শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটায় ৩০ বছর বয়সী নারী ও ৫৩ বছর বয়সী এক পুরুষ মারা যান বলে নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, মৃত ৩০ বছর বয়সী নারীর বাড়ি নগরীর দাড়িয়াপাড়া এলাকায়। তিনি বেশ কয়েকদিন যাবৎ যক্ষ্মা ও লিভারের রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি যক্ষ্মার ঔষধ সেবন করছিলেন। এ ছাড়া এ রোগী জ্বর ও সর্দির মতো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার তিন ঘণ্টা পরেই তিনি মারা যান।