জেলা শিশু একাডেমির মৌসুমি প্রতিযোগিতায় বক্তারা ॥ মূলধারার সংস্কৃতি চর্চায় শিশু একাডেমি ভূমিকা রাখছে

58

সিলেট জেলা শিশু একাডেমির মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের মূলধারার Shisu ekademi Pic 21.10.17সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শিশু একাডেমি ভূমিকা রাখছে। যে শিশুরা প্রতিযোগিতায় অংশ নিয়েছো, কিন্তু পুরস্কার পাওনি, তাদের মন খারাপ করার কিছু নেই। তোমরা প্রতি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এখানে এসেছো। সাধনা চালিয়ে যাও, ভবিষ্যতে অবশ্যই তোমরা আরো ভালো করবে; দেশের সুনাম বাড়াবে।
শনিবার দুপুরে সিলেট জেলা শিশু একাডেমির মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। শিশু একাডেমির জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞার সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেন খান, দৈনিক সবুজ সিলেটের উপদেষ্টা সম্পাদক কাজী তোফায়েল আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।
বিচারকমন্ডলীর মধ্যে ছিলেন হিমাংমু বিশ্বাস, জামাল উদ্দিন বান্না, তুষার কর, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, কাজী তোফায়েল আহমদ, নাজমা বেগম, নন্দিতা দাশ, নীলাঞ্জনা দাশ জুঁই, সুমন কুমার দাশ, সান্তনা চক্রবর্তী ও সান্তনা দেবী। বিজ্ঞপ্তি