সুনামগঞ্জে একদিনে চিকিৎসক সহ ২২ জনের দেহে করোনা শনাক্ত

8

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে একজন চিকিৎসকসহ একদিনে ২২ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনায় অসুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
সিভিল সার্জন সূত্র জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে বিভিন্ন সময়ের পাঠানো নমুনার ফলাফল মঙ্গলবার আসে। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে জেলার দক্ষিণ সুনামগঞ্জে চার, তাহিরপুরে ছয়, শাল­ায় পাঁচ, দিরাইয়ে তিন, ছাতকে তিন ও বিশ্বম্ভপুর উপজেলার একজন। এদের মধ্যে একজন চিকিৎসক ও দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত ২২ জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।