বিশ্বে মৃত্যু ২ লাখ ৪৩ হাজার

9

কাজিরবাজার ডেস্ক :
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বের ২১২ দেশে ছড়িয়েছে করোনা। ৩৪ লাখ ২১ হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৪০ হাজার ২২১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ লাখ ৯৩ হাজার ২১ জন। এছাড়া রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিথুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের ন্যাশনাল এ্যাসেম্বলির স্পীকার আসাদ কায়সারও করোনায় আক্রান্ত হয়েছেন।
রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় দুই শতাংশ, অর্থাৎ আড়াই লাখেরও বেশি অধিবাসী করোনায় আক্রান্ত বলে মনে করা হচ্ছে। নমুনা পরীক্ষার বরাত দিয়ে মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন এ কথা জানিয়েছেন। নিজের ব্লগে মেয়র আরও লেখেন, মস্কো এখনও করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেনি। ক্রমাগত এ ভাইরাসের ঝুঁকি ও হুমকি বেড়েই চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে মস্কোয় উল্লেখযোগ্য হারে করোনার নমুনা পরীক্ষা বাড়িয়ে চলেছে।
করোনার ব্যাপক সংক্রমণ নিয়ে মস্কো মেয়রের সাবধান বাণীর পরপরই রাশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। রুশ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে রাশিয়ায় এ যাবৎ সর্বোচ্চ ৯ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪ জনের করোনা শনাক্ত হলো। সরকারী হিসেবে শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২২২ জনে। শনাক্তদের মধ্যে ১৫ হাজার ১৩ জন এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে আরও ৭৭ মৃত্যু ॥ একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭৫৫ জন ও মারা গেছেন ৭৭ জন। দুটোই একদিনে সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৩৬ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ১০ হাজার সাত জনের বেশি মানুষ। করোনায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লীর।
পাকিস্তানে মৃত বেড়ে ৪১৭ ॥ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮ হাজার ১১৪ জনে। মারা গেছে ৪১৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন চার হাজার ৭১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ১৬০ নমুনা পরীক্ষা হয়েছে।
ব্রাজিলে কফিন সঙ্কট ॥ করোনা মহামারীতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে ব্রাজিলের প্রত্যন্ত এলাকা মানাউসে। শহরটিতে প্রতিদিনই মারা যাচ্ছেন শত শত মানুষ। ফলে শেষকৃত্য করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ইতোমধ্যেই সেখানে কফিনের সঙ্কট দেখা দিয়েছে, মরদেহের পাহাড় জমেছে মর্গগুলোতে। আমাজন বনে ঘেরা মানাউসে অন্তত ২০ লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এলাকাটির সঙ্গে দেশের বাকি এলাকাগুলোর সরাসরি সড়ক যোগাযোগও নেই।
ইতালিতে সুস্থতায় রেকর্ড ॥ প্রাণঘাতী করোনা বিশ্বব্যাপী ছড়ানোর পরপরই যে দেশটি সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়েছিল সেই ইতালির পরিস্থিতি দিন দিন ভাল হচ্ছে। প্রতিদিন সেখানে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে নতুন রেকর্ড গড়ে। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৬৯৩ জন। যা দেশটিতে একদিনের ব্যবধানে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড।
মুক্ত বাতাসে স্প্যানিশরা ॥ প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে লকডাউনে শিথিলতা আনায় সাত সপ্তাহ পর স্পেনের পূর্ণ-বয়স্করা প্রথমবারের মতো বাড়ির বাইরে শরীর চর্চার অনুমতি পেয়েছেন। দীর্ঘদিন পর শনিবার দেশটির রাস্তায় মানুষকে প্রাতঃভ্রমণ, পায়চারী ও সাইক্লিং করার অনুমতি দেয়া হয়েছে। এই অনুমতির পর করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া স্পেনে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। বয়স্কদের বাড়ির বাইরে শরীর চর্চার অনুমতি দেয়ার এক সপ্তাহ আগে শিশুদের বিধি-নিষেধে শিথিলতা আনা হয়।
মৃত্যু নেই ভিয়েতনামে ॥ করোনার তাণ্ডবে যেখানে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলো ল-ভ- হয়ে গেছে সেখানে দক্ষিণপূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশ ভিয়েতনাম এর নিয়ন্ত্রণ ধরে রেখেছে শক্তভাবে। ১০ কোটি জনসংখ্যার দেশটি চীনের সীমান্তবর্তী হওয়ায় জানুয়ারিতেই ধরা পড়েছিল করোনার সংক্রমণ। আশ্চর্যজনকভাবে চার মাস পরেও সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ২৭০। এদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ২১০ জনই।