শুধু ইংল্যান্ডেই মৃত্যু ৭১১ জন, যুক্তরাজ্য জুড়ে মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার

19

কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে ইংল্যান্ডেই মারা গেছে ৭১১ জন। এছাড়া স্কটল্যান্ডে ৪৭ জন ও ওয়ালসে ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ২৮৭।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ৩১৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখা ৪৮ হাজারেরও বেশি মানুষ।
গত ১৭ মার্চ জনসন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স আশাবাদ ব্যক্ত করেছিলেন মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছার আগেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। তিনি বলেছিলেন, ‘মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে থাকটা একটি ভালো ফল হতে পারে ‘যেখান থেকে আমরা আশা পেতে পারি।’
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজ বলেছে,মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার এই খবরের পর করোনা মোকাবেলায় ধীর পদক্ষেপের কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে যাচ্ছে সরকার।