গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমাতে গণগ্রেফতার হামলা-মামলা, তল্লাশি বন্ধ করুন – মহানগর জামায়াত

26

চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে সিলেট তথা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসাবাড়ী ও অফিসে তল্লাশি, নিরীহ নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাব এবং সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি প্রধানের উস্কানীমূলক শিষ্টাচার বর্জিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো: ফখরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: আব্দুর রব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন আন্দোলন দমাতে সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে মুক্তিকামী জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। পুলিশের আইজি, র‌্যাবের ডিজি ও বিজিবি প্রধান যে ধরনের উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন তা কোন গণতান্ত্রিক দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তার বক্তব্য হতে পারে না। তারা পেশাগত দায়িত্বের পরিবর্তে অবৈধ সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। অবিলম্বে এই ধরনের কান্ডজ্ঞানহীন বক্তব্য প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা। বিজ্ঞপ্তি