স্বপ্নগাঁথা

37

হাবীব হোসেন

ভেজা কাক
কাদামাখা মেঠোপথ,
ঘনঘোর বরষায়
টইটুম্বুর দিঘির জল, আর
দিগন্ত ছুঁয়ে আসা বৃষ্টি,
সে-তো কতকাল আগের কথা…
এখনো আকাশে মেঘ জমে
বৃষ্টিতে খাল হয় শহুরে গলি,
জানালার কাচ বেয়ে
ধোঁয়াশা চোখের পাতা,
তবে ছোঁয়া হয় না আর
বৃষ্টি মাখা কাদা।
সে-তো মহাকালের স্বপ্নগাথা…