মেসি-বেনজেমাদের তিনবার করোনা টেস্ট করে মাঠে নামতে হবে

6

স্পোর্টস ডেস্ক :
করোনাভাইরাসের কারণে সবখানে এখন স্থবিরতা। পুরো বিশ্বই যেন এখন হোম কোয়ারেন্টাইনে আছে! প্রাণঘাতী এই ভাইরাস রোধে বিশ্বের প্রায় সব দেশেই চলছে লকডাউন। এমন ঘরবন্দী অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। বন্ধ হয়ে গেছে বৈশ্বিক সব ধরনের খেলা। নামিদামি ফুটবল ক্লাবগুলোর মাথায় হাত ওঠার জোগাড়।
খেলা চালু থাকলে শেষ পর্যায়ে চলে আসতো প্রায় সব লিগেরই খেলা। চ্যাম্পিয়ন দলও অনেকটাই নিশ্চিত হয়ে যেত। কিন্তু লিগ শেষ কিংবা চ্যাম্পিয়নের হিসাব নয়, লিগ আবার মাঠে গড়ায় কিনা; এখন সেটা নিয়েই শঙ্কা। যদিও লা লিগা কর্তৃপক্ষ লিগ শেষ করার ব্যাপারে আশাবাদী।
আশার বেলুনে হাওয়া দিয়ে পরিকল্পনাও সাজিয়ে যাচ্ছে তারা। এর মধ্যে অন্যতম খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার ব্যাপারটি। করোনার প্রকোপ শেষে মাঠে খেলা গড়ালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে লা লিগা কর্তৃপক্ষ। কোনো ধরনের শঙ্কা যেন না থাকে, এ জন্য খেলা শুরুর আগে লা লিগার ফুটবলারদের তিনবার করে করোনাভাইরাস পরীক্ষা নেওয়া হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাজোর খবরে বলা হয়েছে, খেলা শুরুর আগে লিওনেল মেসি, করিম বেনজেমা, সার্জিও রামোসদের তিনবার করে কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে। প্রতিটা খেলোয়াড় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে তারপর খেলা শুরু করার পক্ষে লা লিগা কর্তৃপক্ষ।
খেলা শুরুর আগে ১৫ দিনের প্রাক মৌসুমের ব্যবস্থা থাকবে খেলোয়াড়দের প্রস্তুত হওয়ার জন্য। প্রাক মৌসুম শুরুর দুইদিন আগে সব খেলোয়াড়ের প্রথম পরীক্ষা করা হবে। পরীক্ষায় যাদের ভাইরাস ধরা পড়বে না, তারা খেলার অনুমতি পাবেন। দ্বিতীয় পরীক্ষাটি হবে দলের অনুশীলন শুরুর আগে। পুরোপুরিভাবে নিশ্চিত হতে লিগ শুরুর আগে সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করবে লা লিগা কর্তৃপক্ষ।
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। ২৭ ম্যাচে মেসি-সুয়ারেজদের দলের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। রিয়াল সোসিয়েদাদ চার ও গেটাফে আছে পাঁচ নম্বরে।