সরকার শিক্ষা ও টেকনিক্যাল ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছে —– হাফিজ মজুমদার এমপি

12

সিলেট-৫ আসনের এমপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ও টেকনিক্যাল ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। সরকারের সেই সব সুযোগ সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীরা দক্ষ মানব সম্পদে পরিণত হচ্ছে। তিনি বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব তরুণ শিক্ষার্থীদেরকে দিতে হবে। তাই দেশের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে সুশিক্ষা গ্রহণের পাশাপাশি হাতেখড়ি টেকনিক্যাল শিক্ষা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, খেলাধূলা ও সংস্কৃতি চর্চা মন ও শরীর সুস্থ রাখে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে।
হাফিজ আহমেদ মজুমদার এমপি গতকাল ১ মার্চ রবিবার সকালে খাদিমনগরের বটেশ^রস্থ ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের হেড অফ টেকনিক্যাল স্কুল কাজী শেলী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জনসংখ্যা পরিষদের কান্টি ডাইরেক্টর ড. ওবায়দুর রব, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন চৌধুরী, ফুলকলি ফুড প্রডাক্ট লিমিটেডের ডিজিএম মোঃ জসিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসেপ সিলেট রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক সেতু কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, খাদিমনগর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার নেহারুন নেছা।
মোঃ কেরাম হোসেন ও সুমনা রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউসেপ সিলেট রিজিওনের সি.ডাব্লিইউ.আর.এ. সিনিয়র অফিসার আখতারুজ্জামান। শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম, শফিউর রহমান, আব্দুল করিম, মাহফুজুর রহমান, শহীদুল ইসলাম, ইসমাইল ভূইয়া, সাধন চন্দ্র পাল, মহি উদ্দিন, আজমল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি