আব্দুল হাই বাচ্চু, মখা গংদের গ্রেফতার করে প্রমাণ করুণ দুদক দন্তহীন বাঘ নয় —— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

6
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করার লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট।

গণমাধ্যমে আসা সম্প্রতি দুর্নীতির বিভিন্ন খবর, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন করার লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা গতকাল সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ মধুবন মার্কেটস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেটর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় গত ২১ নভেম্বর দুদকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাস্থ দুদক কার্যালয়ে ভার্চুয়াল সভায় দুদক কমিশনার ড. মোজ্জামেল হক বলেছেন, দুদক এখন দন্তহীন বাঘ নয়।
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম নেতৃবৃন্দ বলেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান, প্রায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী হিসেবে অভিযুক্ত আব্দুল হাই বাচ্চু, ফারমাস ব্যাংক ধ্বংসকারী মখা আলমগীর সহ গংদের গ্রেফতার করে প্রমাণ করুন দুদক দন্তহীন বাঘ নয়। নতুবা তার এই বক্তব্য হবে ধোঁকাবাজী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আদনান খান হেলাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমীন তাহমিদ প্রমুখ। বিজ্ঞপ্তি