মায়ের ভাষা

6

জাহিদ আজিম

হাজার গল্প, ঘুমের গান
শুনেছি বসে স্নেহের কোলে,
কল্প-রাজ্য ভরতো সুখে
মায়ের মুখের মিষ্টি বোলে।
হঠাৎ একদিন ভিনদেশি শকুন
আসলো এই বাংলায় উড়ে,
তীক্ষ্ম স্বরে বললো তাঁরা
মায়ের ভাষা নেবে কেড়ে।
এমন কথায় তরুণ ছেলের
বুকের রক্ত ছলকে ওঠে,
তাঁরা থাকতে কেমন করে
মায়ের মুখের হাসি টুটে?
সালাম বরকত রফিক জব্বার
বজ্র মুঠি উর্ধ্বে তুলি ,
রাজপথে তাঁরা নামলো সবে
রক্ষিতে প্রিয় মায়ের বুলি ।
আমার ভাইয়েরা ভাষার জন্য
বুকের রক্ত দিয়েছে ঢেলে ,
মায়ের মান বাঁচালো যাঁরা
শ্রদ্ধা তাঁদের ফুলে ফুলে ।
এ ভাষাকে বড়ই ভালোবাসি
নিবিড় করে প্রাণে জড়াই,
কবিতায় গানে স্বপ্ন গেঁথে
পৃথিবী জুড়ে সুর ছড়াই ।