পর্যায়ক্রমে দেশের সকল জাদুঘরকে উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে – ড. শিহাব শাহরিয়ার

15
সিলেট সার্কিট হাউসে ওসমানী জাদুঘরের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক শিক্ষা ড. শিহাব শাহরিয়ার।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক শিক্ষা ড. শিহাব শাহরিয়ার বলেছেন, পর্যায়ক্রমে দেশের সকল জাদুঘরকে উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে। সিলেট ওসমানী জাদুঘরের উন্নয়নে আরো উন্নয়নমূলক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি ৩১ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টায় সিলেট সার্কিট হাউসে ওসমানী যাদুঘরের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মতবিনিময় সভা শেষে তিনি ওসমানী জাদুঘর পরিদর্শন করেন। এ সময় ওসমানী জাদুঘরের কর্তৃপক্ষ জাদুঘরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সিলেট ওসমানী জাদুঘরের সহাকরি পরিচালক মো. জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট বিভাগের সহ সভাপতি সাংবাদিক এম. এ. মতিন, সিলেট জেলা বিএমবিএফ এর সহ সভাপতি জাদুশিল্পী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদ আহমদ, সিলেট মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, সাংবাদিক আলী মোস্তফা সরকার, বিএমবিএফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি মামুন চৌধুরী, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, সিলেট জজ কোর্টের আইনজীবী, মো. আব্দুর রহিম তালুকদার, শাহজালাল প্রি ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ ধীরেন্দ্র কুমার দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি