কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বার্ষিক সাধারণ সভা ॥ ব্যাপক অধ্যায়নে নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করতে হবে

7
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৩তম বর্ষের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সংসদের ভারপ্রাপ্ত সভাপতি লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব:)।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৩ তম বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২০) সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সংসদের ভারপ্রাপ্ত সভাপতি লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ (অবঃ) বলেন, সাহিত্য সংসদ বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন থেকে শুরু করে এ অঞ্চল তথা সাহিত্য সংস্কৃতির উন্নয়নে এর অবদান অনস্বীকার্য্য। সংসদের গৌরবের সিড়ি বেয়ে সমাজকে এগিয়ে নেয়ার শপথ আমাদেরকে নিতে হবে। এজন্য ব্যাপক অধ্যায়নে নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করতে হবে।
সাহিত্য সংসদের নিজস্ব অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সংসদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন কেমুসাস’র সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
কেমুসাস’ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপির ও নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুস সাদেক লিপনের যৌথ পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সফিউল ইসলাম চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত। বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য নাজমুল হক নাজু। আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট, প্রস্তাবিত ২০২০ এর বাজেট পেশ করেন সংসদের কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কেমুসাস সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ মানিক, বর্তমান সহ-সভাপতি মুহম্মদ বশিরুদ্দীন।
সভায় বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য রাখেন আজীবন সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী,কামাল আহমদ, জালাল জয়, রুহুল আমিন নগরী, মো. আব্দুল মালিক, মো. আব্দুল বাসিত বাসন, মো. আব্দুস শাকুর, তাসলিমা খানম বিথী, মাহফুজ আহমদ চৌধুরী, পলাশ আফজাল, জাবেদ আহমদ, মো. কাউছার আহমদ, শামসীর হারুনুর রশিদ, মোশারফ হোসেন সুজাত, মো. ফায়জুর রহমান, নাজমুল হক চৌধুরী, ডা. লোকমান হেকিম, মুহিত চৌধুরী, আব্দুল বাতিন ফয়ছল, এডভোকেট আলিম উদ্দিন, আব্দুল মুহিত দিদার, নুরুল আম্বিয়া চৌধুরী, বেলাল আহমদ চোধুরী, বাছিত ইবনে হাবীব, সালেহ আহমদ খসরু, রুহুল ফারুক, মো. হাসনু চৌধুরী, মো. জহুরুল ইসলাম এডভোকেট, মুফতি আব্দুল খাবির, মোহাম্মদ আব্দুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি