বায়মপুরীর কবর জিয়ারত করলেন সিলেট-৫ আসনে জাপার প্রার্থী সেলিম এমপি

26

কানাইঘাট থেকে সংবাদদাতা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ) হির মাজার জিয়ারত করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পাটি সমর্থিত প্রার্থী জাপার কেন্দ্রীয় নেতা জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। গতকাল বুধবার জেলা রিটার্নিং অফিসারের বরাবরে সিলেট-৫ আসনে মনোনয়ন পত্র দাখিলের পর গতকাল বৃহস্পতিবার সেলিম উদ্দিন এমপি কানাইঘাটে অবস্থান করে দলীয় নেতাকর্মী সমর্থক ও ভোটারদের সাথে ঘরোয়া পরিবেশে মতবিনিময় এবং তার নামে প্রতিষ্ঠিত রাজাগঞ্জ সেলিম উদ্দিন একাডেমী পরিদর্শন করেন। বিকেল আড়াইটায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে সেলিম উদ্দিন কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত আল্লামা মুশাহিদ বায়মপুরীর কবর জিয়ারত করেন। এ সময় সেলিম উদ্দিন এমপি স্থানীয় সাংবাদিকদের বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্গন হয় এমন কোন নির্বাচনী কার্যক্রম তিনি করবেন না। দলীয় মনোনয়ন দাখিলের পর থেকে তার নির্বাচনী আসনের সর্বস্তরের ভোটারদের কাছ থেকে তিনি স্বত:স্ফূর্ত সমর্থন পাচ্ছেন। মহাজোটের মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে সেলিম উদ্দিন বলে বিগত ৫ বছরে কানাইঘাট জকিগঞ্জে যে উন্নয়ন হয়েছে অতিতের ৩০ বছরে তা হয়নি। মতবিনিময় ও মাজার জিয়ারতের সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সিলেট বারের সাবেক পিপি এড. গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান আতা, সিলেট মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ ইদ্রিছ বিন লক্ষ্মীপুরী, নায়েবে মুহতামিম আল্লামা আলিম উদ্দিন দূলর্ভপুরী, মুহাদ্দিস মাওলানা সামছুদ্দীন দূর্লভপুরী, সেলিম উদ্দিন এমপির একান্ত সহকারী রুহুল আমিন রাজু, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সার্জেন্ট আলা উদ্দিন মামুন, জাপা নেতা বাবুল আহমদ, নুরুল আমিন, নজির আহমদ, বিলাল আহমদ, আব্দুল বাছিত, আব্দুল কাদির, ইমাম উদ্দিন, মখলিছুর রহমান, উপজেলা যুব সংহতির আহ্বায়ক শামিম আহমদ, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা বেলাল আহমদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি স্বাধীন আজাদ, সহ উপজেলা জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।