কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ২২ গর্ত ধ্বংস

6

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের ২২ গর্ত পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সাথে ২৮টি শ্যালো মেশিন ও৭ হাজার ফুট পাইপও ধ্বংস করা হয়েছে, ফুটো করে দেওয়া হয়েছে তিনটি ট্রাক্টরের চাকাও। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সুমন আচার্য্যরে নেতৃত্বে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবির সদস্য ছাড়াও পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার শাহ আরপিনে পাথর উত্তোলনকালে একজন নিহত হন। এরপরই গতকাল মঙ্গলবার অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সুমন আচার্য্য।