ছাতকে সওজ কর্মকর্তাকে হুমকি, আটক ১

8

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক সড়ক উপ-বিভাগের কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে আবদুল হেকিম নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামের মৃত নাজাবত আলীর পুত্র।
জানা যায়, উপজেলার খারগাঁও নামক স্থানে সওজ বিভাগের অধিগ্রহণকৃত দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। খারগাঁও গ্রামের আবদুল হেকিম পক্ষের বিরুদ্ধে সওজের ভূমি দখলমুক্ত করতে আদালতে ভূমি মামলাসহ উচ্ছেদ মামলাও রয়েছে। ওই আবদুল হেকিম পক্ষ নতুন করে আবার সওজের ভূমি দখল করে মাটি ভরাট করছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার ছাতক সওজ উপ-সহকারি প্রকৌশলী রমজান আলী ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাট কাজে বাঁধা দিলে দখলদার পক্ষ ওই কর্মকর্তাকে হুমকি দেয়। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় সওজ কর্তৃক থানায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ তাকে আটক করে। থানার উপ-পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।