মুক্তিযোদ্ধা ইছহাক মিয়া আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন ———- মাসুক উদ্দিন আহমদ

11

সিলেট মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ইছহাক মিয়া নিঃস্বার্থে দেশ, জাতি ও মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। স্বাধীনতা যুদ্ধে তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ইছহাক মিয়া মুক্তিযুদ্ধে অবদান রেখে সীমাবদ্ধ নয়, আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ, সমাজসেবী ও একজন ন্যায় বিচারক ছিলেন। তার আদর্শ লালন করে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
তিনি গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিসিকের সাবেক কাউন্সিলর আসমা বেগমের বাড়ীতে তার পিতা ভাষা সৈনিক, কুচাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইছহাক মিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-ইছহাক মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত স্মরণ সভায় ট্রাস্টের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ট্রেজারার মুক্তাদির আলম এপলুর পরিচালনায় স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান, শ্রমিকলীগ নেতা জাফর আহমদ, স্বাগত বক্তব্য রাখেন মরহুমের মেয়ে, সিসিকের সাবেক কাউন্সিলর, ট্রাস্টের সাধারণ সম্পাদক আসমা বেগম। সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা রাজ্জাক হোসেন, খিজির খান, আব্দুল হাই আতিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আফতাব আলী, মুহিত হোসেন, তুহিন চৌধুরী, আলীম উদ্দিন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি টুটুল মাহমুদ মান্না, ট্রাস্টের সদস্য আশরাফুর রহমান বাছন, জাহেদুর রহমান, জুমান উদ্দিন, আহমদ হোসেন ডালিম, রাতুল মাহমুদ তান্না প্রমুখ।
স্মরণ সভায় মরহুম ইছহাক আহমদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়েজ আহমদ। বিজ্ঞপ্তি