স্টাফ রিপোর্টার
নগরীর এমসি কলেজ মাঠে তাফসীর মাহফিল শেষে মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় থানায় ৮৪টি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় মামলা হয়েছে ২টি এবং চার নারীসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত বেড়ে জিডি হয়েছে ৮৪টি। তাফসির মাহফিলের পর থেকে সোমবার পর্যন্ত ৭৪টি সাধারণ ডায়েরী ও দুই মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছিলো।
এসএমপির শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন বলেন, ওয়াজ মাহফিলে মোবাইল চুরির ঘটনায় জিডি বেড়ে ৮৪টিতে দাড়িয়েছে। তবে নতুন করে কাউকে আটক করা হয়নি।
ইতোপূর্বে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক চার মহিলা ও ৬ যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আলামত হিসেবে চোরাই মোবাইল জব্দ করা যায়নি। অবশ্য মোবাইল ফোন চুরির সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। কিন্তু চোরাইকৃত মোবাইলগুলো তাৎক্ষণিক হাতবদল করে ফেলে তারা।
মাহফিলে নিরাপত্তার বিষয় নিয়ে তিনি বলেন, যাদের মোবাইল চুরি হয়েছে, তারা সচেতন ছিলেন না। কেননা, লাখ লাখ মানুষের উপস্থিতি যেখানে, সেখানে মাত্র ৬০০ পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়াটা দুস্কর। আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শনিবার ১১ জানুয়ারি রাতে সম্পন্ন হয়েছে। সমাপনি দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন ডা. মিজানুর রহমান আজহারির বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। ওয়াজ শেষে মোবাইল চুরির বিষয়ে সাধারণ ডায়েরী করেন অনেকে।