সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহানবী (সা.) এর শিক্ষা বাস্তবায়নের বিকল্প নেই – মুফতি গিয়াস উদ্দিন ফুলতলী

15

সোমবার হযরত শাহপরাণ রহ. হাফিজিয়া মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরাণ রহ থানা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দারুল ফির্ক ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, মহানবী (সা.) ছিলেন মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর চরিত্রের অনুপম গুণাবলী সকল মানুষের জন্য অনুকরণীয়। সামাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাসূল (সা.) এর শিক্ষা সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে।
থানা শাখার সভাপতি মো. আবু বকরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সমাজকল্যণ সম্পাদক মুফতি মাওলানা বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউনাইটেড আরব আমিরাতের সাধারণ সম্পাদক ক্বারী নিজামুল ইসলাম, বিভাগীয় ম্যারেজ রেজিস্টার সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর পাঠাগার সম্পাদক হাফিজ ছাদ উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সহ সভাপতি সাদিকুর রহমান সাদেক, সিলেট জেলা পূর্বের সহ প্রচার সম্পাদক জিল্লুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়জুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শাহপরাণ থানা সভাপতি শামছুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবু, বাঘা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রেশাদ আহমদ, মাওলানা আবুল কাশেম তৈয়বকামালী। বিজ্ঞপ্তি