সাইক্লোনের আলোচনা সভা ॥ কবিগুরুর সিলেট সফর সিলেটিদের আতিথেয়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

12

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর সিলেটিদের উষ্ণ আতিথেয়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একশ বছর আগে সিলেটে হিন্দু-মুসলমান-খ্রিষ্টান নির্বিশেষে সিলেটের মানুষ রবীন্দ্রনাথকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলো। রবীন্দ্রনাথের মানবপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাইক্লোন আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। সাইক্লোনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারের নবম ফ্লোরে সিফডিয়া মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব হিলভিউ চট্টগ্রাম-এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক লায়ন মো. একরাম হোসেন। সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট ছড়াকার আবদুস সাদেক লিপনের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি সেলিম আউয়াল। সভায় আলোচনা ও দ্বিতীয় পর্বে সাইক্লোনের ১৫৫তম সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার আলী আশরাফ চৌধুরী খালেদ, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো. আমিনুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, ঔপন্যাসিক আলেয়া রহমান, ব্যাংকার সাজ্জাদুর রহমান, সাইক্লোনের সাবেক সভাপতি মোয়াজ আফসার, আবদুল মুহিত দিদার, তাসলিমা খানম বীথি, আহমাদ সালেহ, ইফতেখার শামীম, এম. আফজাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি