মূলধারার রাজনীতিতে নারী নেতৃত্ব বৃদ্ধিতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের মতবিনিময়

20
জেলা মহিলা আওয়ামীলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক।

মূলধারার রাজনীতিতে নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সিলেটের নারী নেত্রীরা। ২৬ নভেম্বর মঙ্গলবার নগরীর সোবাহানীঘাটস্থ একটি হোটেল ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগিতায় নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইন আয়োজিত সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ ও জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ব্যবস্থাপক সিলেটের সুদীপ্ত চৌধুরী’র সভাপতিত্বে ও মহিলা আওয়ামীলীগ নেত্রী রওশন আরা জেবিন রুবা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক, মারিয়ান চৌধুরী, মিসেস হেলন আহমদ, মিসেস বিলকিছ নুর, সাবিনা আনোয়ার, আমিনা বেগম রুমি, ফাতেমা জামান রুজি, এডভোকেট সালমা সুলতানা, আলহাজ্ব সালমা বাছিত, নাজনিন হোসেন, শাহানারা বেগম, আছমা কামরান, শাহানারা ইয়াছমিন, শাহনাজ কবীর শেলী, সামিয়া বেগম চৌধুরী, সালমা বেগম, মাহমুদা নাজমিন রুবি, হাছনা হেনা চৌধুরী, জাহানারা ইয়াসমিন, আছিমা খানম সিপার, মিনারা হোসেন, সাফিয়া খাতুন, রাহিলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, রুনা বেগম, নাজমা বেগম, নওরিন আক্তার, ঝুমা বেগম, মাধুরী গোন, রেহেনা পারভীন রেনু, নারগিছ সুলতানা, শাহানা বেগম চৌধুরী, জাহানারা খানম মিলন, শ্যামলী দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, সর্বাস্থানে নারীদের স্থান দিতে হবে। দেশের বিচারহীনতা ও নির্যাতন থেকে নারীদের মুক্ত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে নারীদের স্থান বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক দলের অভ্যন্তরে আচরন বিধি থাকতে হবে। বিজ্ঞপ্তি