বাংলার রূপ

17

মহিউদ্দিন বিন জুবায়েদ

দখিনা বাতাসে হেলে দুলে পাকা ধান,
ঘ্রাণে ঘ্রাণে একাকার বাদ নেই কোনখান।
চোখ যায় যতদূর পাকা ধান ধানে গ্রাম,
কাটামাড়ি শুরু হয় কার্তিকে অবিরাম।

মুখে হাসি বুকে বল কৃষকের প্রাণে গানে,
হেমন্তে উৎসবে যেন সব কাছে টানে।
নতুন ধান্যে গোলা ভরে উঠে যেন মেলা,
ঘরে ঘরে উৎসবে পিঠাপুলি চলে খেলা।

আকাশে চাঁদ হাসে ওই মাঠে হাসে ধান,
কৃষকের মনে ধ্যানে আর নেই অভিমান।
ধান কাটা হলে শুরু শীতের আবেশ,
হেমন্তের ঋতুতে এই পরিবেশ।