তামাবিল স্থলবন্দর দিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা চার দিনের সফরে বাংলাদেশে

14
তামাবিল স্থলবন্দর এলাকায় ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সহ বাংলাদেশ সফরে আসা মেঘালয় রাজ্যের প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমাসহ ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে মূখ্যমন্ত্রী কনরাড সাংমাসহ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করলে তাদের অভ্যার্থনা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণ মূর্তি। একই সঙ্গে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও তামাবিল স্থল বন্দরের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্র“পের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, যুগ্ম সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভারতীয় প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মেঘালয়ের বাণিজ্যমন্ত্রী শ্রী. স্নিভলং ধর, শিক্ষামন্ত্রী শ্রী. লাহকমেন রায়ম্বই, কৃষিমন্ত্রী শ্রী. ব্যানটিডর ল্যাংডোহ, বিদ্যুৎ ও কৃষি বিষয়ক সচিব পি. শাকিল আহমেদ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কমিশনার এবং সচিব শ্রী. মেবানশাই আর সিনরম, বাণিজ্য সচিব (পরিকল্পনা বিভাগ) ডা. বিজয় কুমার ডি, খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিব ডা. সি. মঞ্জুনাথ, সিওআরডি এবং কৃষি বিভাগের সচিব শ্রী. কান্তনু শর্মা, মেঘালয় উদ্যোক্তা ইনিস্টিউটের পরিচালক বাফহিন কে সোহলিয়াসহ রাজ্যের বিভিন্ন দপ্তরের আরও ১৪জন পদস্থ কর্মকর্তা।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সফরসূচি অনুযায়ী তিনি ঢাকায় ও সিলেটে একাধিক যৌথসভায় অংশগ্রহণ শেষে আগামী শুক্রবার বিকেলে ময়মনসিংহের ডলু সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন।
এদিকে জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি পরিদর্শন করেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সহ বাংলাদেশ সফরে আসা ভারতের মেঘালয় রাজ্যের প্রতিনিধি দল।
(৫ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (তৎকালীন জৈন্তিয়া রাজ্যের প্রশাসনিক দপ্তর সহ মেঘালিতক দর্শনীয় স্থান গুলো পরিদর্শন করেন। জৈন্তাপুর উপজেলা সদরে তাকে স্বাগত জানান জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটস্থ ভারতীয় উপ হাইকমিশনার এল কৃষ্ণা মৃর্তি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সারী নদী বাঁচাই আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী সহ স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।