পাকিস্তানে ট্রেনে অগ্নিকান্ডে নিহত ৭৪

22

কাজিরবাজার ডেস্ক :
পাকিস্তানে ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে রহিম ইয়ার খান জেলা সরকার জানিয়েছে।
বৃহস্পতিবার করাচী থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে দক্ষিণ পাঞ্জাবের লিয়াকতপুর শহরের নিকটে যাত্রীবাহী তেজগাম ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কয়েকজন যাত্রী সকালে নাস্তা তৈরির জন্য প্রস্তুতি নেয়ার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে রেলওয়েমন্ত্রী শেখ রশিদ বলেছেন। পরবর্তীতে তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের অনেককে লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অনেককে ভাওয়ালপুরের ভাওয়াল ভিক্টোরিয়া হসপিটালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান ট্রেনে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।