জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নারী সহ ভাই-বোন আহত

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুক্তরাজ্য প্রবাসী নারী সহ ভাই-বোন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার ইসমাইল চক গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, ইসমাইল চক গ্রামের জইন উল্লাহ, নইম উল্লাহ ও আনিছ উল্লাহ তাঁরা আপন ৩ ভাই। তাদের বাড়ির জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ সুযোগে নইম উল্লার পক্ষ নিয়ে প্রতিবেশি স্বজনশ্রী নয়াগাঁও গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে জামাল মিয়া ও তার লোকজন তাদের বিরোধীয় বাড়িতে ঘর ও গেইট বানিয়ে জবর দখলের চেষ্টা করেন। এ ঘটনায় জইন উল্লার ছেলে জাহিদুল হকের আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ আদালত এ বিরোধীয় জায়গায় স্থগিতাদেশ জারী করেন। জগন্নাথপুর থানা পুলিশ সরজমিনে গিয়ে আদালতের স্থগিতাদেশ এর বিষয়টি উভয় পক্ষকে জানিয়ে দেন। তবে আদালতের নিষেধাজ্ঞা জাহিদুল হক পক্ষ মানলেও নইম উল্লার পক্ষ নেয়া জামাল মিয়ার লোকজন মানেনি। পুলিশ ফিরে আসার পর তারা আবারো কাজ শুরু করে। এতে ১ ফেব্র“য়ারি শনিবার জাহিদুল হক বাধা দিলে প্রতিপক্ষ দুই দফা হামলা চালায়। হামলায় জাহিদুল হক ও তাঁর যুক্তরাজ্য প্রবাসী বোন স্বপ্না বেগম আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গুরুতর আহত জাহিদুল হককে সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক ও প্রবাসী নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত পরিবারের লোকজন জানান।