টুলটিকর ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন পন্ড!

9

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) হিরণ মাহমুদ নিপুর বাগড়ায় পন্ড হয়েছে টুলটিকর ইউনিয়ন আ’লীগের কমিটি গঠনের অধিবেশন। কমিটি গঠনের লক্ষ্যে ভোটাভোটি শুরুর সময়ে তিনি সাধারণ সম্পাদকের পদের এক প্রার্থীকে হুমকি দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সম্মেলনস্থল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করা হয়। পরে কমিটি গঠন না করেই সম্মেলনস্থল ত্যাগ করেন জেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বিকেলে সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের লক্ষে প্রার্থীদের ভোটাভুটি শুরুর সময়ে সম্মেলন কেন্দ্রে হাজির হন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) হিরণ মাহমুদ নিপু। এ সময় তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের এক প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেন। তিনি বিষয়টি না মানায় নিপুর অনুসারীরা সম্মেলনস্থলে হুলস্থুল তৈরি করে। পরে অপর পক্ষ থেকে বিষয়টি প্রতিহত করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় সম্মেলন স্থল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে কমিটি গঠন না করেই সম্মেলন স্থল ত্যাগ করেন জেলা আওয়ামী লীগের নেতারা। জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি নিশ্চিত করেছেন।