কানাইঘাটে শিক্ষক সমিতির উদ্যোগে নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ

41

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বাংলাদেশ শিক্ষক সমতি কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানাকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, আমি কানাইঘাটে যোগদানের পর থেকে নানা শ্রেণী পেশার মানুষ আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন এতে আমি অভিভূত হয়েছি। কানাইঘাটের মানুষ অত্যন্ত ভাল ও অতিথি পরায়ন উল্লেখ করে তিনি বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি কাজে সবাই আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। একটি এলাকার শিক্ষার উন্নয়ন করতে পারলেই মানুষের সকল মৌলিক অধিকারের পাশাপাশি সচেতনতা তৈরি করা সম্ভব। তিনি শিক্ষকদের সমাজের মুকুট স¤্রাট আখ্যায়িত করে বলেন, শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করে আমরা সরকারি দায়িত্ব পালন করছি। তাই শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। কানাইঘাটের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষক নেতৃবৃন্দকে নিষ্ঠার সাথে পাঠদান করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার উন্নয়নে শিক্ষক সংগঠনের মহতি যে কোন কার্যক্রমে তিনি সব সময় সহযোগিতা করে যাবেন। উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জার উল্লার সভাপতিত্বে ও সচিব রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, কানাইঘাট বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, সচিব সাজিদ মিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষক সমিতি ও বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, আব্দুল মতিন, নুর উদ্দিন, সাজ উদ্দিন সাজু, আহমদ সবুর, মামুন রশিদ, জালাল আহমদ, এনামুল হক, বেলাল আহমদ, ইয়াহিয়া, নুরুল আমিন প্রমুখ।