রঙিন শরৎ

10

শরীফ সাথী

শরৎ এলে রোজ বিকেলে
নদীর তীরে,
পবন দোলায় কাশফুলেরা
দোলে নীড়ে।

খণ্ড মেঘের আনাগোনা
আকাশ জুড়ে,
সারি সারি বকের দলে
বেড়ায় ঘুরে।

দুচোখ মেলে মন হারিয়ে
দেখি যদি,
জল তরঙ্গে কূল ছুঁয়ে যাই
সকল নদী।

বৃষ্টি মেঘে যাই কেটে যায়
সারাটা দিন,
সন্ধ্যা ক্ষণে রঙধনু রঙ
করে রঙিন।