কলেজ ছাত্র জুবায়ের হত্যার প্রতিবাদে উত্তাল জকিগঞ্জ

11

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
রাজধানীর ধানমন্ডি অভিজাত এলাকার জিগাতলায় গত ৩০ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ উপজেলার লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র জুবায়ের আহমদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার এবং দৃষ্ঠান্তমূলক বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে পুরো জকিগঞ্জ। নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদে শনিবার দুপুরে নিহত জুবায়েরের নিজ এলাকা সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টি নেতা মস্তাক আহমদ লস্করের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য মোঃ কফিলুজ্জামান কফিল এর পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কাজলসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গফুর, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সুবহান, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, যুবদল নেতা আহাদুর রহমান মুন্না, যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুস শহিদ, ব্যবসায়ী ফয়ছল আহমদ, মাহতাব আহমদ, ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরী, মহিলা সদস্য রুশনা বেগম রফা ও নিহতের বড় ভাই ওলীউর রহমান প্রমুখ।
এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ তা’লিমুল ক্বোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর লস্কর কয়েছ, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহির আহমদ, জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর শিক্ষক মাওলানা এনামুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা বেলাল আহমদ, আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ, উপজেলা যুব সংহতি নেতা হাসানুল আলম হাসনু, সাবেক ছাত্রলীগ নেতা কামিল আহমদ তাপাদার, যুবলীগ নেতা আব্দুল বাছিত, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রাহাত, ছাত্রলীগ নেতা নাহিদ, মিজান ও আতিক প্রমুখ।
সমাবেশে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জুলকারনাইন লস্কর ধানমন্ডি থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, জুবায়ের হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসুন। অন্যতায় আমাদের এ আন্দোলন ভয়াবহ আকার ধারণ করবে। জুবায়ের হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।