বিশ্বনাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

15
বিশ্বনাথে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভুয়া নাগরিক সনদে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে মানববন্ধনের একাংশ।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
ভুয়া নাগরিক সনদে শিক্ষক নিয়োগ ও আর চিহ্নিত মাদক ব্যবায়ীদের গ্রেফতারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় ‘সচেতন বিশ্বনাথ সমাজ ক্যলাণ সংস্থা’র উদ্যোগে স্থানীয় বাসিয়া ব্রীজের উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রোবার স্থানীয় এমপি মোকাব্বির খানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে ষ্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়া একই স্থানে, একই ব্যানারে, একই দাবিতে গত ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে মানববন্ধন কর্মর্সূচি পালন করা হয়েছে।
সংগঠনের সভাপতি ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, শ্রমকিলীগ নেতা শাহাজাহন সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা সিতার মিয়া, মুহিবুর রহমান সুইট, শিক্ষক বাবুল কান্তি দাশ মেঘল, সিরাজ আলী, আব্দুল মজিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নবীন সুহেল, সমাজসেবক মিজানুর রহমান, শহিন আহমদ, আলতাবুর রহমান, ডাকসুর সদস্য মোজাহিদুল ইসলাম হিমেল, সাংবাদিক আব্বাস হোসেন ইমরান, সংগঠক সাজিদুর রহমান সুহেল, শেখ ফজর রহমান, আব্দুল কাইয়ুম, শাহ নিজাম, এসপি সেবু, জসিম উদ্দিন, বকুল আহমদ ও রাসেল মিয়া।