উত্তর সুনামগঞ্জে ৩টি রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

10

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে সদর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নারায়ণতলা বাজার হতে ইসলামপুর রাস্তা, ৭৪ লক্ষ টাকা ব্যয়ে আমপাড়া হতে কাইয়ারগাঁও বাজার রাস্তা ও ৫৭ লক্ষ টাকা ব্যয়ে আমপাড়া বাজার হতে নারায়ণতলা বাজার পর্যন্ত রাস্তার মেরামত ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি রবিবার বিকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভালোবাসায় আগামীদিনেও মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহমদ, আওয়ামী লীগ নেতা মধু মিয়া, সিদ্দিক মিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাবেক ইউপি সদস্য-মুক্তিযোদ্ধা অরুন, আব্দুল হাই, ইউপি সদস্য-বাচ্চু মিয়া, আবুল খায়ের, আনোয়ার হুসেন, যুবলীগ নেতা-আবুল হোসেন ও জাপা নেতা এরশাদ আহমদ প্রমুখ।