সিলেটে আইডিয়ার নাগরিক সংলাপ

25

শান্তিতে বিজয় প্রকল্পের উদ্যোগে বিভিন্ন শ্রেণীপেশার লোকদের নিয়ে সিলেটে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর একটি হোটেলে আইডিয়া ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে সিলেট নগরীর বিভিন্ন সমস্যা ও সমস্যার আলোকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
আইডিয়ার প্রজেক্ট কো অর্ডিনেটর জুবায়ের আহমদের সঞ্চালনায় বক্তারা বলেন, নাগরিক সংলাপের মূল উদ্দেশ্য হল স্থানীয় পর্যায়ে বিদ্যমান সকল অংশিদারিত্বের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ রাজনীতির চর্চা ও সহাবস্থানের সুযোগ তৈরি এবং জনগনের চাহিদা শনাক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে সরকারী সেবা প্রাপ্তির সুযোগ তৈরি করা। সংলাপে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সৈয়দা শিরিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, এডভোকেট জাকিয়া জালাল, নাট্যকার জুয়েল আহমদ, সাংবাদিক এম আহমদ আলী, খালেদ আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন শান্তিতে বিজয় প্রকল্পের ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর রোজিনা চৌধুরী ও উপজেলা কো অর্ডিনেটর পিয়া শ্যাম দুর্বা। বিজ্ঞপ্তি