পাখির ডাক

93

কাঞ্চন দাশ

পাখির ডাকে সকাল হত
খুলতো মোদের আঁখি
আর ডাকে না আগের মত
আমার গ্রামে পাখি।

সকাল হতেই কিচিরমিচির
ডাকে বাবুই ময়না
এখন আর চড়ুইশালিক
মুখ ফুটে কথা কয় না।

আকাশে এখন দেখা যায় না
সাদা বকের ফালি
গাছও আজ নিস্তার নেই
সব জায়গা খালি।

বউ কথা কও দোয়েল কোকিল
ডাকত গানে গানে
সূর্যাস্তে উড়ে যেত সবাই
নাচত মনে প্রাণে।

এখন আর পাখিগুলো
দেখাই হলো ভার
যে পাখির ডাকে ঘুম ভাঙত
ভোর হতো সবার।