ভালো ভালো উদ্যোক্তাদের ঋণ দেবে সরকার ——— জেলা প্রশাসক

9
বিডার সিলেট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, শিল্পায়নের ক্ষেত্রে সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল।এখানে প্রবাসী বেশি থাকায় টাকা পয়সার অভাব নেই। রয়েছে উদ্যোক্তার অভাব। বর্তমান সরকার উদ্যোক্তা তৈরী করতে দেশ ব্যাপী কাজ করছে। তিনি বলেন, একজন সফল উদ্যোক্তা শুধু নিজের উন্নতিই নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও অবদান রাখেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সিলেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার সকালে নগরীর হাওয়াপাড়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে।
উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প সিলেট অফিসের প্রশিক্ষক মোঃ সলিহুর রহমান এর সভাপতিত্বে ও হুমায়রা তাসনিমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলা উদ্দিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিলেটের আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট চেম্বারের অধ্যাপিকা সামিয়া চৌধুরী , সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি