উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ’র কর্মশালা ॥ উৎপাদনমুখী কাজের মাধ্যমে নারীদের এগিয়ে যেতে হবে

41

DSC_0649 copyসিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহানারা বেগম বলেছেন, জীবনে বাধা আসবেই। সৎ ও সততার সঙ্গে সব বাধা অতিক্রম করে উৎপাদনমুখী কাজের মাধ্যমে নারীদের এগিয়ে যেতে হবে। দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে নারীদের গুরুত্বে সাথে ভূমিকা রাখতে হবে।
নগরীর একটি হোটেলে গতকাল বাংলাদেশের নারী ও কিশোরীদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অর্জন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় ইউএফএফপি এর অর্থায়নে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স  ইন্ডাষ্ট্রিজ (বিডব্লিউসিসিআই) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডাব্লিউসিসি আই সিলেট ডিভিশন প্রধান মিসেস মিনারা বেগম এর সভাপতিতে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, রোল মডেল ফরিদা আলম, রেশমা শারমীন ঝুথি, জুমেরা আমিনা প্রমুখ। বিজ্ঞপ্তি