সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ড. মোমেন ॥ দেশ ও দশের সেবা করার জন্য সকলের দোয়া চাই

60

চাকুরী থেকে অবসর নেয়ার পর নিজ জন্মভূমি সিলেটের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আন্তর্জাতিক বরেণ্য DSC_0253 copyকূটনীতিবিদ, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন। সংবর্ধনার জবাবে ড. মোমেন বলেছেন, সারা জীবনই দেশপ্রেমকে বুকে লালন করে দেশে-বিদেশে কাজ করেছি। আজ জন্মভুমি সিলেটের মানুষ যেভাবে আমাকে বরণ করেছেন তাতে আমি অভিভুত, আনন্দিত। জীবনের বাকী সময়গুলোও যাতে দেশ ও দশের সেবায় কাটাতে পারেন সেজন্য সবার দোওয়া চান ড. একে আব্দুল মোমেন।
গতকাল শনিবার পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী সিলেটে আসেন তিনি। বেলা ১ একটায় একটি প্রাইভেট হেলিকপ্টারযোগে সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অবতরণ করেন। এ সময় সিলেট আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীতাকে ফুল দিয়ে বরণ করেন । ঢাকা থেকে তার সাথে আসেন রুপালী ব্যংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর।
পরে তিনি মোটর শুভাযাত্রা সহকারে প্রথমে সিলেট হযরত শাহাজালাল (রহ.) দরগা শরীফে যান সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন  এর পর মাজার ও কবর জিয়ারত করেন ।
তারপর বেলা আড়াইটার তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং পুষ্পার্ঘ অর্পণ করেন।
বাদ আসর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে রায়নগরস্থ পারিবারিক কবর স্থানে যান ।সেখানে তার পিতা-মাতাসহ অন্যান্যদের কবর জিয়ারত করেন ।[[poo
ক্রীড়া কমপ্লেক্সে অভ্যর্থনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুতফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, এফবিসিসিআইর পরিচালক হাসিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের  নেতা চন্দন রায়, সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে, বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, এডভোকেট নাসির উদ্দিন খান, কানাডা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার হোসেন, এডভোকেট মাশুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এমাদ উদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত, এডভোকেট শাহানুর রহমান, জুবের খান, এম শাহরিয়ার কবীর সেলিম, ডাঃ আরমান আহমদ শিপলু, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, আফতাব হোসেন খান, সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, এস এম নুনু মিয়া, এফতার হোসেন পিয়ার, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের সেক্রেটারী শামীম আহমদ, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্জল, গোলাপগঞ্জের পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন,সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন, সিলেট জেলা যুব লীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসনি কামরান, নজরুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, মো সেলিম উদ্দিন, আসাদ উদ্দিন, আবু তাহের, সাইফুর রহমান খোকন, আব্দুল মতিন, ডা: মোহাম্মাদ হোসেন, মাসুম বিল্লাহ চৌধুরী, শামীম আহমদ, ইউপি চেয়ারম্যান আবু জাফর, মো: রায়হান, সুয়েব আহমদ, গুলজার আহমদ, মকবুল হোসেন, বিলাল খান, শামস উদ্দিন শামস, ফয়সল আজাদ খান, শামসুল ইসলাম মিলন, আব্দুল লতিফ রিপন, ফয়েজ উদ্দিন আহমদ, মোয়াজ্জিন হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি