জগন্নাথপুরে নিখোঁজ বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতা ঢাকায় অস্ত্র সহ গ্রেফতার

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে নিখোঁজ বিএনপি নেতাদের সন্ধান মিলেছে ঢাকায়। নিখোঁজের ৫ দিন পর তাদের সন্ধান পাওয়া যায়। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গিয়ে নিখোঁজ হন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে বিএনপির সহযোগী সংগঠন উপজেলা যুবদল নেতা আনছার মিয়া ও টিয়ারগাঁও গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস শহীদ। এ ঘটনায় আনছার মিয়ার ভাগ্নে মুহিত মিয়া বাদী হয়ে ৪ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় নিখোঁজ জিডি করেন। জিডি নং-১৯৭।
অবশেষে নিখোঁজের ৫ দিন পর তাদের সন্ধান পাওয়া গেছে। মামলা সুত্রে জানাগেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে আমর্স এনফোর্সমেন্ট টিম স্পেশাল অ্যাকশন গ্র“প কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা যাত্রাবাড়ি থানা এলাকায় শরীফপুর রোডের সায়েদাবাদের সামন থেকে ৩টি রিভলবার ও ১৬ রাউন্ড গুলিসহ জগন্নাথপুরে নিখোঁজ বিএনপি নেতা আনছার মিয়া ও আবদুস শহীদ সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক শেখ মনিরুজ্জামান বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২২। বর্তমানে তারা যাত্রাবাড়ি থানায় রিমান্ডে রয়েছেন বলে জানা যায়। জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।