সুরমা মার্কেট থেকে জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার, জেলে প্রেরণ

5

স্টাফ রিপোর্টার :
নগরীর সুরমা মার্কেট থেকে সিল জালিয়াতির চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেল ৩ টার দিকে সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অভিযানের সময় সিলেটের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নামে ৩৮টি ভুয়া সিল উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোলাপগঞ্জের জমির আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫), মোগলাবাজারের দুদু মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (৩৫) ও একই এলাকার লালা মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২)।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত প্রতারকগণ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের সিল ব্যবহার করে সাধারণ লোকজনের সহিত প্রতারনা করে আসছে বলে জানা যায়। তাদেরকে গ্রেফতারের পর কোতোয়ালি মডেল থানার মামলা (নং-২৭, তাং-০৯/১২/২০২০ দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।