জননেতা আব্দুল হামিদ-এর লালিত স্বপ ছিল সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ——ব্যারিষ্টার আরশ আলী

35
প্রগতিশীল রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি, আব্দুল হামিদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা গণতন্ত্রী পার্টি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, আজীবন অসাম্প্রদায়িক, মানবতাবাদী রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদ-এর আজীবনের লালিত স্বপ্ন ছিল সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তুচ্ছ মতানৈক্য ভুলে প্রগতিশীলদের ঐক্যবদ্ধ করা। তার সেই লালিত স্বপ্ন পূরণ করতে হবে।
গতকাল রবিবার বিকেলে নগরীর তালতলাস্থ জেলা কার্যালয়ে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি,জননেতা আব্দুল হামিদের ১৮তম মৃত্যুদিবস উপলক্ষে জেলা গণতন্ত্রী পার্টি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্টির জেলা সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী’র পরিচালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন গণতন্ত্রী পার্টি নেতা প্রকৌশলি আইয়ুব আলী, মাছুম আহমদ, গোলজার আহমদ, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, আজিজুর রহমান খোকন, অধ্যাপক প্রাণকান্ত দাস, ডা. সুভাষ কান্তি দাস, শ্যামল কপালী, শংকর ঘোষ, জেলা সাম্যবাদী দল নেতা অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, জেলা ন্যাপ (মোঃ) নেতা সাংবাদিক জেড এম শামসুল প্রমুখ। সভার শুরুতে জননেতা আব্দুল হামিদ এবং সদ্য প্রয়াত ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় কদমতলি জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জমায়েত হন। ১১টায় তারা মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। নেতৃবৃন্দ মরহুমের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ তৌফিক বকস লিপন, জেলা গণতন্ত্রী পার্টির মোঃ আরিফ মিয়া, প্রকৌশলী আইয়ুব আলী, বিপুল বিহারী দে, মোঃ আসাদ খান, মাছুম আহমদ, সৈয়দ ছয়েফ আহমদ, জুনেদুর রহমান চৌধুরী, গোলজার আহমদ, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, আজিজুর রহমান খোকন, দুলাল মিয়া, নাজিম উদ্দিন, শংকর ঘোষ, কালা মিয়া, ঐক্য ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবল পাল, রুহুল কুদ্দুছ বাবুল, বেলায়েত হোসেন লিমন, শিক্ষক প্রতিনিধি কল্যাণ কুমার ভট্টাচার্য্য, সমাজকর্মী সমুজ মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কদমতলি জামে মসজিদের খতিব। পরে উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় মরহুম জননেতার পুত্র এম এ হান্নান ও এম এ মান্নান আগত নেতৃবৃন্দকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি