সিলেটের নবাগত পুলিশ সুপারের সাথে কানাইঘাট ইউপি চেয়ারম্যাদের সৌজন্যে সক্ষাৎ

12

কানাইঘাট থেকে সংবাদদাতা :
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কানাইঘাট উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেল ২টার সময় পুলিশ সুপারের কার্যালয় সাক্ষাতকালে নবাগত পুলিশ সুপার ফরিদ উদ্দিনের কাছে কানাইঘাট উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি তোলে ধরে চেয়ারম্যানবৃন্দ। এ সময় পুলিশ সুপার জনপ্রতিনিধিদের বলেন, এলাকার সার্বিক আইন শৃংখলার উন্নতী ও শান্তি সম্প্রীতি বজার রাখতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পুলিশ কে সর্ব কাজে সহযোগিতা করতে হবে আপনাদের। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটের সকল থানা এলাকার অপরাধ দমন ও পুলিশের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে তিনি সর্বাত্মক চেষ্টা করে যাবেন বলে সাক্ষাতকালে পুলিশ সুপার ফরিদ উদ্দিন উল্লেখ করেন। সৌজন্যে সাক্ষশাতকালে চেয়ারম্যান বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাতবাঁক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর।