বাজেটের ঘাটতি সরাসরি জনগণের উপর পড়বে —ডা. মোয়াজ্জেম হোসেন খান

30
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন খান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, বাজেটের ঘাটতি সরকার জনগণের কাছ থেকেই পূরণ করবে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এই বাজেট নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকার ঘাটতি রয়েছে উল্লেখ করা হয়েছে। ‘এই ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে।’ ‘বাজেট তো জনগণের। জনগণকে কোনো না কোনোভাবে এই ঘাটতি মেটাতে হবে। ফলে এর প্রভাব সরাসরি জনগণের ওপরই পড়বে।’
শুক্রবার (১৪ জুন) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সভাপতি মো. নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসআদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হুসাইন আল হারুন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি কাচু মিয়া, জেলা সেক্রেটারী নুরুল আমিন , যুব আন্দোলন জেলা সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, শ্রমিক আন্দোলন জেলার সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, প্রচার সম্পাদক মাওলানা কারী জাকির হোসাইন, কোতোয়ালী থানা সহ সভাপতি মোঃ মনির হুসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি