ওসমানী হাসপাতালে ৫ এপ্রিল থেকে করোনা পরীক্ষা করা যাবে

6

স্টাফ রিপোর্টার :
সিলেটে পৌঁছালো করোনা ভাইরাস শনাক্তকরণ মেশিন। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে মেশিনটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালে এসে পৌঁছায়। মেশিনটি পৌঁছার পর পরই মেডিক্যাল কলেজের একটি কক্ষে স্থাপনের কাজ শুরু হয়ে গেছে।
সিওমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, সবকিছু ঠিকঠাক করতে কমপক্ষে পাঁচদিন চলে যাবে। সিওমেক হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও বায়োলজি বিভাগের অধ্যাপক প্রেমানন্দের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলবে। তিনি বলেন, আগামী রবিবার ৫ এপ্রিল থেকে মেশিনে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হবে।
ডা. হিমাংশু লাল রায় বলেন, এ মেশিনে প্রতিদিন ১০০ জনের বেশি পরীক্ষা করা যাবে। আর যদি ২৪ ঘণ্টা কাজ করা হয় তাহলে কমপক্ষে ২০০ শতাধিক রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।