গোবিন্দনগর মাদরাসার ছাত্রী কর্তৃক অধ্যক্ষ লাঞ্ছিত, থানায় মামলা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

76

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগের বিচার না করায় গোবিন্দনগর ফজলিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে মাদ্রাসার ভোক্তভোগী এক ছাত্রী। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার একটি শ্রেণী কক্ষে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং-৩৪) দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত এ শিক্ষককে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
জানা যায়, সিলেট জালালাবাদ(সদর) উপজেলার আলী নগর গ্রামের বাসিন্দা গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী, গত বছরের অক্টোবর মাসে একই মাদরাসার ইংরেজী বিভাগের শিক্ষক রাজিবুর রহমানের কাছে প্রাইভেট পড়তে যায়। শিক্ষকের নিজ বাসায় কয়েকদিন নিয়মিত প্রাইভেট পড়ে সে। কয়েক দিন পড়ার পর ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে শিক্ষক রাজিবুর রহমান। এক পর্যায়ে শিক্ষক কু-প্রস্তাব দিলে ওই ছাত্রী স্থায়ীভাবে প্রাইভেট পড়ার পাশাপাশি পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকে। বিষয়টি একাধিকবার মোবাইল ফোনে মাদরাসা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানীকে অবহিত করে বিচার প্রার্থনা করে ওই ছাত্রী। কিন্তু শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী গতকাল শনিবার দুপরে মাদরাসায় উপস্থিত হয়ে অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার খবরে সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদে তাৎক্ষণিক মাদরাসা চত্ত্বরে মিছিল বের করে। ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম মাদরাসা ছাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরবর্তীতে ওই ছাত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম আবেদা আফসারীর ভ্রাম্যমান আদালতে হাজির করানো হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী ও অভিযুক্ত মাদরাসা শিক্ষক রাজিবুর রহমানকে ডেকে আনা হয়। এক পর্যায়ে ভিকটিমের বিচার না করায় অধ্যক্ষকে দায়ী করে ভবিষ্যতের জন্য তাকে সাবধান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এদিকে থানার ওসিকে ভিকটিমের কাছ থেকে অভিযোগ নিয়ে আইনী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে অধ্যক্ষকে লাঞ্ছিত করার অপরাধে ওই ছাত্রী অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করে। সন্ধ্যায় ভিকটিম বাদী হয়ে শিক্ষক রাজিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে এ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ভবিষ্যতে এসব বিষয়ে তিনি আরো সতর্ক দৃষ্টি রাখবেন। থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আসামীকেও গ্রেফতার করা হয়েছে।