নদী

34

আরিফ খান

নদী তুমি একে বেঁকে বয়ে গেছ দূর বহুদূর
তোমার দু’পাশে জন পদ রয়েছে সুদূর।
তোমায় রেখে সামনে পিছনে গড়েছে আবাস জনপদ
তুমিই মনুষ্য জ্ঞাতীর অমরত্ব উদ্যান।
তোমায় ঘিরে গড়েছে নব মনুষ্য সভ্যতা
তোমার মাঝে লুকিয়ে আছে চির অমর রতœতা।
তাদের নিয়ে খেলা কর তুমি, সঙ্গনে রয়েছে রম্ভরতা
তুমিতো নদী জীবন চলার পথে নিঃস্বার্থ সময়ের পথিক।
তোমার মাঝে লক্ষ কোটি প্রাণের খেলা মেলা
তুমি করোনি কখনো তাদের অবহেলা।
তোমায় ভালোবাসি তাই বলি শোন হে নদী,
এ কুল ভেঙ্গে ওকুল গড় এটা কি তোমার জীবনের অবধি।
তোমার সাথে আমার জীবন একি সুতায় বাঁধা
তাই ছুটি আমি প্রতিক্ষনে প্রতিসময় তোমার ধারে আহা!
নিরবতা পালন করি ধুব্রা ঘাসে বসে,
দূর পল কে চেয়ে তাকি চোখ যায় যতদূর অব্দি।
তোমার সাথে আমার মিল হে নদী জীবন চলার পথে
তাই তোমায় আমি এত ভালোবাসি হে নদী।