প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা, সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তৎপর ——————— মোহাম্মদ আবু জাহিদ

57

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, প্রবাসী বিনিয়োগের মাধ্যমে নির্মিত এ মসজিদে মুসল্লীরা নামাজ আদায় করবেন। যা অত্যন্ত প্রশংসার দাবীদার। এর মাধ্যমে প্রমাণিত হলো প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তৎপর। বিশেষ করে ফরিদপুর গ্রামের প্রবাসীরা মসজিদ নির্মাণের মাধ্যমে যে জনহিতকর কাজের উদ্বোধন করলেন। তা যেন অন্য সকলে অনুসরণ করেন।
তিনি গতকাল ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে মসজিদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ শেখ ফরিদ আনসারী (রহ.) জামে মসজিদ ফরিদপুরের শুভ উদ্বোধন ও ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন লালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিক আহমদ। যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল জলিল ও মাওলানা আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় ১ম পর্ব শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হিরন আহমদ, আতিকুল হক, আব্দুল মনাফ, আব্দুল জলিল, আব্দুশ শহিদ, আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আকমল খান। নাতে রাসূল পেশ করেন ক্বারী সাহাব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবী নিজাম উদ্দিন খছরু।
বক্তব্য রাখেন মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ আমীর আলী, কুতুবউদ্দিন বাবুল, এপলু মিয়া, আব্দুল আমিন, মোঃ সাজিদ মিয়া, পারভেজ আহমদ, রাহিন আহমদ, বাকিশা, সালাম, কিবরিয়া, আনহার প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফরিদপুর দারুল হিফজস মাদরাসার মুহতামীম হাফিজ মোঃ জামিলুল হক। ২য় পর্বে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন ফরিদপুর দারুল হিফজস মাদরাসার মুহতামীম হাফিজ মোঃ জামিলুল হক। মাওলানা আব্দুল কুদ্দুছ এর পরিচালনা ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দিন সরকার সালেহীন ঢাকা, ফরিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়সল আহমদ, ফরিদপুর দারুল হিফজস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস। উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরিদপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে হযরত শাহ শেখ ফরিদ আনসারী (রহ.) জামে মসজিদ নির্মিত হয়। বিজ্ঞপ্তি